দেশ ব্রেকিং নিউজ

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা কেন্দ্র-রাজ্যের হেভিওয়েটদের

আপামর দেশবাসীকে কালীপুজো ও দীপাবলি শুভেচ্ছা জানিয়ে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আলোর উৎসব আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসুক।’

টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘সকলকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আলো ও আনন্দের এই মহান উৎসব সবার জীবনকে নতুন শক্তি, আলো, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে আলোকিত করুক।’

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটে লেখেন, ‘শুভ দীপাবলি। এই বিশেষ দিনে আমরা প্রদীপ আলোকিত করি। আমি প্রার্থনা করি সকলের জীবন উজ্জ্বল ও আনন্দে পূর্ণ হোক। সকলের নিরাপত্তা, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করছি।’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টুইটে লেখেন, ‘সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আলোর উৎসবে ছড়িয়ে পড়ুক ভালবাসা, শান্তি ও সমৃদ্ধি।’