সন্দেশখালি নিয়ে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। যার মূল কারণ জমি দখল। আর এবার সেই জমি ফেরত দিতে শুরু করল বর্তমান সরকার। ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে খবর, সন্দেশখালিতে যাঁদের জমি গায়ের জোরে দখল নেওয়া হয়েছিল তাঁদের মালিকানা ফেরত দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ৬৫ জনের বেশি গ্রামবাসীর জমি ফেরত দিয়েছে সরকার।
যুদ্ধকালীন তৎপরতায় ল্যান্ড রেকর্ড চেক করে দখল নেওয়া জমির মালিকানা ফেরত দিচ্ছে রাজ্য সরকার। দারিরজঙ্গল মৌজায় ২৮ জনের জমির মালিকানা ২২ ফেব্রুয়ারি ফেরত দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি আরও ১৩ জনকে জমির মালিকানা ফেরত দেওয়া হয়েছে। শনিবার ২৪ ফেব্রুয়ারি মালিকানা ফেরত দেওয়া হয়েছে ২৪ জনের। যাঁদের জমির মালিকানা ফেরত দেওয়া হয়েছে তাঁরা হলেন অনীতা দাস, উর্মিলা দাস, মিন্টু নায়েক, পুলিন দাস, সত্যচরণ নায়েক, সন্তোষ কান্দার প্রমুখ।
প্রসঙ্গত, এই জমি সরকার দখল নেয়নি। এ ব্যাপারে মূল অভিযোগ রয়েছে স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে।