রাজ্য

এবার আগামী বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর রাজ্য সরকারের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন নভেম্বর থেকেই খুলতে চলেছে স্কুল। এবার এই সিদ্ধান্তের পর আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর রাজ্য সরকারের।
সূত্র মারফত খবর, ২০২২ সালের মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং এপ্রিল মাসের শুরুতে হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল।
করোনা পরিস্থিতির জন্য প্রায় আট মাস রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুল খোলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত স্কুল কর্তৃপক্ষ। পর্ষদ এবং সংসদের সঙ্গে আলোচনা করে দুই পরীক্ষার সময় নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, এপ্রিল মাসের শেষে হতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও। সব ঠিক থাকলে দীপাবলির আগেই পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।