রাজ্য লিড নিউজ

পুজোর আগে ৭১ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

উৎসবের মরশুমেই বন্দি মুক্তির জট কাটল। পুজোর আগে রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দি ৭১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যে সরকার। এহেন পরিস্থিতিতে নবান্নের তরফে যোগ্য বন্দিদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যপালকে। শুক্রবার গভীর রাতে তাতে রাজি হল রাজভবন। অবশেষে মিলল রাজ্যপালের সম্মতি। দুর্গাপুজোর সময়ে মেয়াদি সাজাপ্রাপ্ত ৭১ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য রাজভবন থেকে নির্দেশ পাঠানো হয়েছে নবান্নে। এই ৭১ জন বন্দি ভারতীয় নাগরিক বলেই জানা গিয়েছে।

তবে, আরও ১৬ জন বিদেশি বন্দি নাগরিককেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে বিবেচনা করে মুক্তির কথা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে বন্দিমুক্তি ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাতের সূচনা হয়। প্রতিবছর স্বাধীনতা দিবসে বেশকিছু বন্দিকে মুক্তি দেওয়া হয় সংশোধনাগার থেকে। বন্দিদের আচার-আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে কারা কারা মুক্তি পাবে। সেইমতো রাজ্যের তরফে যে প্রস্তাবিত বন্দিমুক্তির তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে।

কিন্তু সেই তালিকা নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছিল। রাজ্য সরকারের কাছে এ বিষয়ে জবাবও চেয়েছিলেন তিনি। কিন্তু, রাজ্যের তরফে কোনোরকম উত্তর না পাওয়ায় সেই সময় ফাইলে অনুমোদন দেননি তিনি। তাই স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়া যায়নি বন্দিদের। এসবের মাঝেই পুজোর আগে ফের বন্দি মুক্তির ব্যাপারে উদ্যোগ নেয় রাজ্য সরকার। অবশেষে উৎসবের আবহে রাজ্যের প্রস্তাবিত তালিকা থেকে বিদেশি নাগরিক সহ মোট ৮৭ জন মেয়াদি সাজাপ্রাপ্ত বন্দির মুক্তিতে সবুজ সংকেত দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।