খরচ সামলাতে এক মাসে পরপর ৩ বার বাজার থেকে ঋণ পশ্চিমবঙ্গের। অর্থাৎ এক মাসে সবমিলিয়ে বাজার থেকে ৬,৫০০ কোটি টাকা ঋণ নিল রাজ্য।
চলতিমাসে ৬ জানুয়ারি দেশের ৯ টি রাজ্য বাজার থেকে ১৯,৩৪০ কোটি টাকা ঋণ নেয়। সেই তালিকায় ২,৫০০ কোটি টাকা ঋণ নিয়ে প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ। এরপর গত ১৮ জানুয়ারি বাজার থেকে ঋণ নিয়েছিল ১২ টি রাজ্য। মোট ঋণের পরিমাণ ছিল ২০,৬৫৯ কোটি টাকা। সেসময় পশ্চিমবঙ্গ পেয়েছিল ১০০০ কোটি টাকা।
RBI সূত্রে খবর, সোমবার বাজার থেকে ফের ২৪,৬৩৯ কোটি টাকা ঋণ নেয় দেশের ১৪টি রাজ্য। তালিকায় সর্বোচ্চ ঋণগ্রহীতার স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এবং ঠিক তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। ঋণের পরিমান ৩,০০০ কোটি টাকা। অর্থাৎ এই মুহুর্তে চলতি মাসে পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমান ৬,৫০০ কোটি টাকা। প্রসঙ্গত, গত মাসেও বাংলার ঋণের বোঝা ছিল ৬,৫০০ কোটি টাকা। সেক্ষত্রেও দু’দফায় বাজার থেকে ঋণ নেয় রাজ্য।
অর্থিনীতিবিদরা বলছেন, গত ১০ বছরে রাজ্যে তীব্র গতিতে করে বেড়েছে পরিকল্পনা বহির্ভূত খরচ। খরচ চালাতে রাজ্যের একমাত্র ভরসা আবগারি দপ্তর। তাই সব খরচ সামলাতে না পেরে বিপুল পরিমাণ ঋণ নিতে একপ্রকার বাধ্য হচ্ছে এ রাজ্য।
এই মুহূর্তে কত ঋণ রাজ্যের কাঁধে? জানা গেছে, ২০১১ সালে রাজ্যের মোট ঋণের পরিমান ছিল ১.৯৩ লক্ষ কোটি টাকা। কিন্তু মাত্র ১০ বছরের মধ্যে ২০২০-২১ অর্থবর্ষে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫.৫ লক্ষ কোটি টাকা।