ব্রেকিং নিউজ রাজ্য

পশ্চিমবাংলার অবস্থা শ্রীলঙ্কার মতই হতে চলেছে: দিলীপ ঘোষ

বুধবার দলের একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে হাজির হন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। কর্মসূচির শুরুতেই শহরের বটতলাচক এলাকার কালী মন্দিরের পূজো দেন তিনি। তারপর দলীয় কর্মসূচিতে বের হন।

এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ” কালী মায়ের কাছে শান্তি আর সমৃদ্ধি চাইলাম। কালী মায়ের সম্বন্ধে যারা কু-বাক্য বলছেন, তাদের সৎ বুদ্ধি চাইলাম।”

পাশাপাশি দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ করে  বলেন, “পশ্চিমবঙ্গের অবস্থা শ্রীলঙ্কার মতই দেউলিয়া হবে। কারণ এখানে একের পর এক জিনিস বন্ধ রয়েছে। বেতন বন্ধ, ডিএ বন্ধ, নতুন ইনক্রিমেন্ট হচ্ছে না, নতুন নিয়োগ হচ্ছে না, বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। হয়েই গিয়েছে প্রায় শ্রীলঙ্কার মতো।”

একই সাথে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “তাঁকে সকলেরই সমর্থন করা উচিত। পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন তাঁকে আগে বলা হলে বিষয়টি ভেবে দেখতেন।”