দেশ ব্রেকিং নিউজ

হোলির এই বিশেষ দিনের তাৎপর্য 

ভারতবর্ষ জুড়ে হলিকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসংখ্য লোকগাথা। যার মধ্যে মিশে আছে অসংখ্য জনশ্রুতি। কি সেই জনশ্রুতি আর কি বা তার নাম?

মহারাস্ট্রে হোলি কে এক বিশেষ নামে ডাকা হয়। স্থানীয় লোকেরা হোলি কে শিমোগা বা রং পঞ্চমী বলে অভিহিত করে। প্রায় এক সপ্তাহ জুড়ে চলে এই অনুষ্ঠান। বাংলায় দোল যাত্রায় আবিরের প্রচলন থাকলেও মহারাস্ট্রে শিমোগা বা রঙ পঞ্চমী খেলা হয় জল ও রঙ সহকারে।

রাজস্থানে হোলি আবার বিশেষ নামে পরিচিত। রাজকীয় ভাবে ঘোড়া সাজিয়ে ব্যান্ড পার্টির সহযোগে অভিনব শোভাযাত্রা আয়োজন করা হয় হোলি উপলক্ষ্যে।তাই এই হোলি কে রয়্যাল হলি বলা হয়ে থাকে।

পাঞ্জাবের হোলি হোল মহল্লা নামে পরিচিত।পাঞ্জাবের এক বিশেষ শিখ সম্প্রদায় তারা এক বিশেষ মার্শাল আর্ট সহকারে শিখ যোদ্ধাদের এদিন শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

উওরাখন্ডে হোলি বৈথাকি হোলি,খাদি হোলি নামে পরিচিত। এদিন উত্তরাখন্ডবাসী বিশেষ পোষাকে পরে একে অপরকে রং বিনিময় করেন।

উত্তরপ্রদেশে হোলিকে লাঠমার হোলি নামে অভিহিত করা হয়। মহিলারা এই দিনে হাতে লাঠি সহকারে পুরুষদের সঙ্গে বিশেষ খেলায় মাতেন।

ওড়িশার হোলিকে দোলা নামে ডাকা হয়। এদিন পুরীর জগন্নাথ দেবকে দোল গোবিন্দ নামে বিশেষভাবে পুজো করা হয়।

বিহারে হোলিকে ফাগুয়া নামে অভিহিত করা হয়।এদিন উৎসবে জলের সঙ্গে বিশেষ রঙ মিশিয়ে খেলায় মাতেন বিহারবাসী।

বাংলায় একে দোল নামে অভিহিত করা হয়। রাধা ও কৃষ্ণের শেষ প্রেম কাহিনী বিশেষ লোকগাঁথা দোল যাত্রায় ধরা পরেছে।