রাজ্য লিড নিউজ

দিকে দিকে সিবিআই এর তল্লাশি অভিযান

রবিবার সকালেই ফিরহাদ হাকিমের বাড়ি পৌঁছয় সিবিআই। সশস্ত্র বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় তাঁদের বাড়ি৷ সিবিআই সূত্রে খবর, রবিবার সাতসকালে প্রচুর সংখ্যক সিআরপিএফ জওয়ান সঙ্গে নিয়ে নিজাম প্যালেস থেকে বের হন কেন্দ্রীয় আধিকারিকেরা। তারপরে একাধিক দলে ভাগ হয়ে শহর থেকে শহরতলি একাধিক জায়গায় পৌঁছে যান৷

এরপর মদন মিত্রের বাড়িতে হানা সিবিআই এর । রবিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল কামারহাটির বিধায়কের বাড়ি যায়। মনে করা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি মামলাতে তাঁকে জেরা করা হতে পারে।

পাশাপাশি, হালিশহরের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। এদিন সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল অংশুমান রায়ের বাড়ি পৌঁছয়। পুরনিয়োগ দুর্নীতি নিয়েই তল্লাশি করা হতে পারে তাঁকে।

পুর নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে গত কয়েকদিন ধরেই সক্রিয় হয়েছিল ইডি৷ সম্প্রতি খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তল্লাশি শুরুর ২০ ঘণ্টা পরে রাত দেড়টার সময় ইডির আধিকারিকেরা খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হন।সবমিলিয়ে রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি চলছে৷ এর মধ্যে রয়েছেন শাসক দলের একাধিক আরও নেতা৷ পুজোর মুখে একের পর এক সিবিআই হানায় স্বাভাবিকভাবেই বাড়ছে চাঞ্চল্য।