ব্রেকিং নিউজ রাজ্য

অশনির তাণ্ডবে উত্তাল সমুদ্র

অশনির জেরে সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার প্রায় সারা সপ্তাহ ধরেই ঘূর্ণিঝড়ের জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

রবিবার সন্ধ্যায় অতি শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে অশনি। উত্তর অন্ধ্রপ্রদেশ -ওড়িশা উপকূলের উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে। ভারতীয় মৌসম বিভাগের তথ্য অনুযায়ি মঙ্গলবার অশনি সাইক্লোন উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের থেকে পশ্চিম মধ্য এবং তার সঙ্গে লাগোয়া পশ্চিমবঙ্গের খাঁড়িতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মৌসম বিভাগের পূর্বাভাস বলছে,এই গভীর শক্তিশালী সাইক্লোন বুধবার ভয়ানক সাইক্লোনে ভয়াবহ রূপ নিতে পারে। আর বৃহস্পতিবার পর্যন্ত গভীর নিম্নচাপে পরিণত হবে।

অশনির কারণে তিন রাজ্য পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা প্রভাবিত হয়েছে। এই তিন রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। ওড়িশাকে বাঁচানোর পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তটবর্তী জেলায় ইতিমধ্যেই এই বৃষ্টি শুরু হয়েছে। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই ওড়িশা বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এই অশনি ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পুরীর উপকূল অঞ্চল। পুরীর ১০০ কিলোমিটার কাছ দিয়ে বয়ে যাবে অতি শক্তিশালী এই সাইক্লোন। সেই কারণে ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুরী থেকে এই মুহূর্তে ৭০০ কিমি দূরে রয়েছে সাইক্লোন।বিশাখাপত্তনম থেকে ঘূর্ণিঝড় অশনির দূরত্ব এই মূহূর্তে ৬১০ কিমি। দক্ষিণ-পূর্ব সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর বরাবর অতি প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে।ঘণ্টায় ২১ কিমি বেগে এগোচ্ছে অশনি।