রাজ্য লিড নিউজ

অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু স্কুল সার্ভিস কমিশনের

নবম-দশমে অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার নিয়োগের সুপারিশপত্র হাতে পেলেন নবম-দশম স্তরে সহকারী শিক্ষক পদের অপেক্ষমান তালিকায় থাকা ৬৫ জন প্রার্থী। এই ৬৫ জনকে এদিন নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়া হয় পর্ষদের পক্ষ থেকে।

শুক্রবার সল্টলেকের আচার্য সদনে সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয় সকাল ১০ টা থেকে। এদিনই এই ৬৫ জন চাকরিপ্রার্থীকে পছন্দমত স্কুল বেছে নেওয়ার জন্য কাউন্সিলিংয়ে ডাকা হয়। এদের মধ্যে অনেক চাকরিপ্রার্থী আছেন যারা গত প্রায় ৬৬৩ দিন ধরে ধরনা মঞ্চে আন্দোলন করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হাসি ফুটতে চলেছে তাঁদের মুখে। তবে তাঁদের সহযোদ্ধারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।