করোনা রুখতে টানা কুড়ি মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে রাজ্যে খুলতে চলছে স্কুল। যদিও মারণ ভাইরাস এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে অত্যন্ত সতর্কতা। স্কুল খুললেও এবার অনেকটাই নিয়মের বদল লক্ষ্য করা যাবে প্রতিটি স্কুলে। স্কুলে যাওয়ার আগে পড়ুয়া ও অভিভাবকদের মনে রাখতে হবে কিছু নিয়ম।
১. পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী নির্বিশেষে প্রত্যেকের মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য করোনাবিধি মেনে চলা বাধ্যতামূলক।
২. ক্লাস শুরুর আধঘণ্টা আগে উপস্থিত হতে হবে পড়ুয়াদের। নবম ও একাদশ শ্রেণির ক্লাস সকাল ১০ থেকে দুপুর ৩.৩০ এবং দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত হবে। এমনকি প্র্যাকটিক্যাল ক্লাসও ১৬ নভেম্বর থেকেই শুরু হবে ।
৩. স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে বৃত্ত কেটে দিতে হবে! স্কুলে অভিভাবকদের প্রবেশ নিষেধ। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার শরীরে কোনও গয়না রাখা যাবে না।
৪. স্কুলে বসার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না। একটি বেঞ্চে দু’জন পড়ুয়া বসলে, পরের বেঞ্চে বসবে একজন।
৫. এবার থেকে স্কুলে দেওয়া হবে না রান্না করা মিড ডে মিল। আগের মতো বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে। স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক। স্কুলে কোনরকম জাঙ্কফুড খাওয়া যাবে না। এমনকি বিনিময় করা যাবে না, পানীয় জল, বই ইত্যাদি।