রাজ্য লিড নিউজ

২৭ জুন থেকে খুলছে স্কুল 

করোনা ফের উর্ধ্বমুখী। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে।  এই পরিস্থিতিতে ২৭ জুন রাজ্যের স্কুলগুলিকে করোনা বিধি মেনে স্কুল খোলার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করে শুক্রবারের মধ্যে স্কুলগুলিকে যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল পুরোপুরি স্যানিটাইজ করে ২৭ জুন স্কুল খুলতে হবে। স্কুলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এমনকী স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের কোভিড টিকা নেওয়া আবশ্যিক। ছাত্রছাত্রীদের কোভিড টিকা নেওয়া থাকলে তবেই তারা স্কুলে আসতে পারবে বলেই নির্দেশিকায় জানানো হয়েছে।

পাশাপাশি, স্কুলে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। পৃথকভাবে স্কুলে স্যানিটাজারের ব্যবস্থাও রাখতে হবে। শুক্রবার যাবতীয় প্রস্তুতি সেরে প্রত্যেকটি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজে যোগ দিতে হবে। তবে ছাত্রছাত্রীরা সোমবার থেকেই স্কুলে আসবে বলে জানানো হয়েছে। করোনার পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ রুখতেও স্কুলগুলিকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। স্কুলের কোথাও জমা জল যাতে না থাকে সে বিষয়েও স্কুলগুলিকে নজর রাখতে হবে। জেলার শিক্ষা আধিকারিকদের মারফত প্রত্যেকটি স্কুলে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।