ব্রেকিং নিউজ রাজ্য

নিজের ডেরায় ফিরল রয়েল বেঙ্গল টাইগার

অবশেষে নিজের ডেরায় ফিরল কুলতলিতে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল টাইগার। বনদপ্তর সূত্রে খবর, আজ সকালে বাঘটিকে সুন্দরবনের ধূলিভাসানির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে জাল খুলে দিতেই নদীতে ঝাঁপিয়ে পড়ে সে। তারপর নদী সাঁতরে ফিরে যায় তার পুরনো আস্তানায়। হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয় মানুষ থেকে বনকর্মী – সকলেই। জানা গিয়েছে, এখন পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি সম্পূর্ণ সুস্থ।তবে বাঘটির উপর নজরদারি চলবে বলে জানা গিয়েছে বনদপ্তর সূত্রে।

গত টানা ৬ দিন ধরে চেষ্টা চালানোর পর সুন্দরবনের কুলতলি এলাকায় মঙ্গলবার সকালে বনদপ্তরের ছোঁড়া ঘুমপাড়ানি গুলিতে কাবু করে খাঁচায় ধরা হয় বাঘটিকে। এরপর ঝড়খালি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে একদিন বনি ক্যাম্পে রেখে রয়্যাল বেঙ্গল টাইগারের শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। বাঘের নখ-দাঁত সবই পরীক্ষার করার পর স্বাভাবিক থাকায় তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বনদপ্তর।

ডোঙাজোড়া জঙ্গলেই পাঁচদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকার পর অবশেষে বুধবার অনেক কষ্ট করে ধরা হয় বাঘটিকে। কোনভাবেই বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ছিল না বাঘটি। শেষে বন দফতরের তরফ থেকে ডাকা হয় দমকলকে। সোমবার রাতে জলকামান দেওয়া হয়, জলের তোড়ে যাতে বাঘ নির্দিষ্ট দিকে চলে আসে, তার প্রক্রিয়া শুরু করে বন দফতর। সেই তাড়ায় বাঘ বেরিয়ে এলে ঘুমপাড়ানি গুলি মারতে সক্ষম হন বনকর্মীরা। কিন্তু তাতেও আতঙ্ক কমেনি। খাঁচার পাতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থেকেও একাধিক বার শোনা যায় বাঘের গর্জন। এর পর বাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।