ব্রেকিং নিউজ রাজ্য

ঢালাইয়ের পরই ভেঙে পড়ল নির্মীয়মাণ মন্দিরের ছাদ, আহত ৭

দুর্গা মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন ভেঙে পড়লো নির্মীয়মাণ মন্দিরের ছাদ। ঘটনায় ৭ জন শ্রমিক জখন হন। রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করা হয়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার মানিকপুর পুরাতন বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার সংলগ্ন দুর্গা মন্দিরের একটি মঞ্চ আছে। দুর্গাপুজোর আগে সেই মন্দিরটি বাড়ানোর জন্য মন্দিরের ছাদ নির্মাণের কাজ চলছিল। এদিন রাত সাড়ে ১১টা নাগাদ ঢালাইয়ের কাজ শেষ হতেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মন্দিরের ছাদ। শ্রমিকরা সেখানে কাজ করছিল। ফলে মন্দিরের নির্মীয়মাণ ছাদের ধ্বংসস্তূপে চাপা পড়ে যান শ্রমিকরা। এই ঘটনা প্ৰকাশ্যে আসতেই এলাকাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। এরপর স্থানীয়রাই ধ্বংসস্তূপের নীচ থেকে শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় সাঁকরাইল থানার পুলিশকে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন সাঁকরাইল থানার পুলিশ ও মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার। পাশাপাশি ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল।

ঘটনাপ্রসঙ্গে তিনি বলেন, “দুর্গামণ্ডপের ছাদ ঢালাই হচ্ছিল। সেই ছাদই ভেঙে পড়ে শ্রমিকরা আহত হয়েছেন। আহত সাতজনকে স্থানীয় হাজি এসটি মল্লিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দু’জন শ্রমিককে হাওড়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।” ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। সেইসঙ্গে ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কিনা তাও দেখা হচ্ছে।