শব্দবাজি বানাতে গিয়ে প্রবল বিস্ফোরণ পাঁশকুড়ায়। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। পাঁশকুড়া থানার পূর্ব চিল্কার সাধুপোতা এলাকার ঘটনা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক এক মহিলা সহ তিন জনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মহিলার মৃত্যু হয়।
জানা গেছে, বোমার তেজে ছিন্নভিন্ন হয়ে গেছে মৃতের দেহ। বিস্ফোরণ এর তীব্রতায় বাড়ির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি ফাটল ধরেছে বাড়ির একাধিক অংশে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
সূত্র মারফত জানা গেছে, শ্রীকান্ত ভক্তা নামে ওই ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে বাজি তৈরির কাজ হয়। বাড়ির সদস্য সবমিলে ৫ জন। ঘটনাস্থলেই শ্রীকান্তর ছেলের মৃত্যু হয়। নিখোঁজ বাড়ির মালিক। বাকি আহতদের খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাড়িতে বিপুল পরিমাণ শব্দবাজি মজুত ছিল। দীর্ঘদিন ধরে শব্দবাজি তৈরি হত। এছাড়াও বাড়ির মধ্যে বিপুল পরিমাণ বাজি সহ বাজি তৈরির মশলা ও সরঞ্জাম মজুত ছিল। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।