রাজ্য লিড নিউজ

প্রকাশিত হল ২০২২ সালের টেটের রেজাল্ট

প্রকাশিত হল ২০২২ সালের টেটের রেজাল্ট। টেটে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ, তার প্রাপ্ত নম্বর ১৩৩। দ্বিতীয় হয়েছেন চারজন এবং তৃতীয় হয়েছেন ৪ জন। প্রথম থেকে দশম স্থানে রয়েছেন মোট ১৭৭ জন। দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে জানা যাচ্ছে টেটের রেজাল্ট।এবছর মোট ৬ লক্ষ ২০ হাজার জন টেট পরীক্ষা দিয়েছে। কোয়ালিফায়েড পরিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় লাখ।

শুক্রবার দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার যে ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশিত হয়েছে, সেই উত্তরপত্রের ভিত্তিতেই প্রাথমিক টেটের নম্বর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাত্‍ ওই ‘ফাইনাল অ্যানসার কি’ দেখেই বুঝতে পারবেন যে আপনি কত নম্বর পাবেন।

আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org থেকে রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা।

এবার টেটে মোট ১৫০ টি প্রশ্ন ছিল। ওএমআর শিটের প্রতিলিপি প্রার্থীদের দিয়ে দেওয়া হয়েছিল।পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এবার যাঁরা টেট দিয়েছেন, তাঁদের চার নম্বর ‘ফ্রি’ দেওয়া হবে। ২০২২ সালে ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লাখ। যদিও অত্যধিক কড়াকড়ি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।