পঞ্চায়েত নির্বাচন রাজ্য লিড নিউজ

গণনার পরও পঞ্চায়েতের ফল অনিশ্চিত! প্রার্থীদের ভবিষ্যৎ ঝুলে রইল হাইকোর্টের রায়ের উপর

পঞ্চায়েত নির্বাচনের গণনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় চাঞ্চল্যকর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য এখন অনিশ্চিত। গণনাপর্ব মিটলেও গোটা ভোট প্রক্রিয়া নিয়ে জট কাটেনি। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। কমিশন যাঁদের জয়ী ঘোষণা করেছে, তাঁদের জয় এই মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের পরেই চূড়ান্ত হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৮ জুলাই।

আদালত জানিয়েছে, জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে যে, আদালতের নির্দেশের উপর তাঁদের ফল নির্ভর করবে। কারণ, ৫০০০ বুথে পুননির্বাচনের যে দাবি করা হয়েছে নির্বাচন কমিশনারকে তা বিবেচনা করে দেখতে হবে বলে সার্বিকভাবে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মাপ্রকাশ করে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মোট তিনটি মামলা দায়ের হয়। কমিশনের কোনও অফিসার বুধবারের শুনানিপর্বে আদালতে আসেননি। কমিশনের প্রতিনিধির অনুপস্থিতিতেই প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অসহযোগিতার বিষয় বিশেষ ভাবে কোর্ট দেখবে। কমিশনকে পুনর্নিবাচন নিয়ে আবার দেখতে হবে।

এর মধ্যে একটি মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট জানায়, “ভোটের দিন আদালতের দেওয়া নির্দেশগুলি ঠিকমতো পালন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে কোর্ট।” পাশাপাশি রাজ্যের হিংসা কবলিত এলাকাগুলির ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।