শুক্রবার সকাল ৯টায় মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। পরীক্ষার আড়াই মাসের মধ্যেই বেরোচ্ছে রেজাল্ট। ৩ জুন শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবে পর্ষদ।
উল্লেখ্য, মাধ্যমিক ২০২২ এর ফলাফল প্রকাশ পাওয়ার পর পরীক্ষার্থীরা, ওয়েব সাইট থেকে নিজের রেজাল্ট জানতে পারবেন। এছাড়াও মাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও জানতে পারবেন পরীক্ষার্থীরা।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। বিধি নিষেধ মেনেই হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের তরফে জানানো নিয়ম মেনেই পরীক্ষা কেন্দ্র বসার সময় মেনে চলা হয় সামাজিক দূরত্ব। পরীক্ষার্থী মাস্ক পরেই পরীক্ষা দেয়। যদিও পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে এবার ছিল আইসোলেশন রুমের ব্যবস্থাও। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম রাখা হয়। প্রশ্নপত্রের প্রতিলিপি যাতে বাইরে ফাঁস না হয়, সেজন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের নির্দেশে এবার পরীক্ষা শুরুর আগে বেলা এগারোটা থেকে দুপুর তিনটে অবধি বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়।