পরপর ছ’বার রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাংক। এর ফলে রেপো রেট বৃদ্ধির হার ৬.৫ শতাংশে গিয়ে দাঁড়াল। যার ধাক্কায় গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে বাড়তে পারে অন্যান্য ঋণের ইএমআইও।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এদিন বলেছেন, “বিশ্ব অর্থনীতি এখন আর অতটা খারাপ পরিস্থিতিতে নেই। এবং মূল্যবৃদ্ধিও অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মনে হচ্ছে। আরবিআইয়ের এমপিসি ৪:২ ভোটে সমন্বিত নীতি প্রত্যাহারের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জানা গিয়েছে, আর্থিক নীতির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কমিটিতে আরবিআইয়ের তিন সদস্য ছাড়াও তিন বহিরাগত সদস্য রয়েছেন। বৈঠকে ৬ জন সদস্য়ের মধ্যে ৪ জনই রেপো রেট বৃদ্ধির পক্ষে সায় দেন। এরপরই এই ঘোষণা করে আরবিআই।
বিশ্ব জুড়ে বাড়ছে আর্থিক অস্থিরতা । এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে মে মাসে রেপো রেট বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট। পরে জুনে ফের তা ৫০ বেসিস পয়েন্ট বাড়ে। গত কয়েক মাসে লাগাতার বেড়েই চলেছে রেপো রেট। এর ফলে সামগ্রিক ভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছে।