জেলা ব্রেকিং নিউজ

দশটি ডিম সহ উদ্ধার একটি পূর্ণ বয়স্ক কেউটে

দশটি ডিম সহ একটি পূর্ণ বয়স্ক কেউটে সাপ উদ্ধার করল বন দফতর। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বেরুগ্রাম এলাকার একটি রাইস মিল থেকে উদ্ধার হয় ডিম সহ কেউটে সাপটি।

বন দফতর সূত্রে জানা যায় রাইস মিলের ভিতরে ইট-বালি রাখা ছিল। সেখানেই ইটের মাঝে বাচ্চা দিয়েছিল কেউটে সাপটি। মিস্ত্রিরা নির্মাণের কাজ করার সময় সাপের শব্দ শুনতে পায়। খোঁজাখুঁজির পর ইটের সারির ফাঁকে সাপটিকে খুঁজে পায় কর্মরত মিস্ত্রিরা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তারা। খবর ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখতে স্থানীয়রা এলাকায় ভিড় জমিয়ে দেন নির্মীয়মাণ মিলের ভেতর। সাপটিকে উদ্ধার করতে খবর দেওয়া হয় বন দফতরকে।

বন দফতরের উদ্ধারকারী দল খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান। বন দফতরের আধিকারিকদের নেতৃত্বে ক্যাচারের সাহায্যে মা কেউটে সাপ সহ দশটি ডিম উদ্ধার করে তাঁরা। পরবর্তীকালে ডিম সহ সাপটিকে বর্ধমানের বন দফতরে নিয়ে আসা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এটি একটি কেউটে প্রজাতির পূর্ণ বয়স্ক সাপ। চার ফুট লম্বা, এটি খুব বিষাক্ত। বন দফতরের এক আধিকারিক বলেন, ”আমাদের টিম পৌঁছে ডিম সহ সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে বন দফতরের তত্ত্বাবধানে রয়েছে মা কেউটে ও তার ডিমগুলি।”