লিড নিউজ

কমিয়ে দেওয়া হল রেপো ও রিভার্স রেপো রেট

দেশের অর্থনীতির হাল বেহাল হয়ে পড়েছিল। এবার‌ করোনায় দেশের অর্থনীতিকে তলানিতে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। বেহাল এই অর্থনীতিকে চাঙ্গা করতে দাওয়াই হিসাবে রেপো রেট ও রিভার্স রেট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই। শুক্রবার সাংবাদিক বৈঠকে রেপো ও রিভার্স রেপো রেট কমানোর কথা জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস।
সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর জানান, ০.৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হচ্ছে। ফলে রেপো রেট দাঁড়াল ৪.৪ শতাংশ। আর রিভার্স রেপো রেটও কমানো হচ্ছে ৯০ বেসিস পয়েন্ট। ফলে রিভার্স রেপো কমে দাঁড়াচ্ছে ৪ শতাংশ। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রিজার্ভ ব্যাঙ্কের কাছে। মুখে স্বীকার না করলেও ২১ দিনের লকডাউন পরিস্থিতি এর জন্য দায়ী বলে অর্থনীতির বিশেষজ্ঞরা মনে করছেন।
এদিকে ব্যাঙ্ক–সহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাসের মোরেটরিয়াম ঘোষণার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান শক্তিকান্ত। ফলে সব ব্যাঙ্কের সব ধরনের ঋণের তিন মাসের মাসিক কিস্তি মকুবের সম্ভাবনা তৈরি হয়েছে। যা হলে উপকৃত হবেন লক্ষাধিক ভারতীয় নাগরিক। শীর্ষ ব্যাঙ্কের গভর্নর বলেন, ‘‌করোনাভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি থমকে গিয়েছে। এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। শেয়ার বাজারেও ধীরে ধীরে স্থিতাবস্থা আসছে।’‌
অন্যদিকে এত বড় মাত্রায় রেপো–রিভার্স রেট কমানোর নজির আরবিআইয়ের আগে নেই। দেশে টাকার জোগানে যাতে ঘাটতি না পড়ে তাই রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ। লকডাউন পরিস্থিতিতে ব্যবসা বন্ধ। যার প্রভাব এসে পড়েছে অর্থনীতিতে বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।