অন্যান্য দেশের মতো ভারতেও করোনার আইসোলেশনের সময়সীমা কমানো হল। এবার তা হল সাত দিনের। নতুন নির্দেশিকায় এমনটাই জানাল ICMR। দু’বছর আগে সংক্রমণের শুরুতে ভারতে ১৪ দিন আইসোলেশনে থাকার কথা বলেছিল আইসিএমআর। এবার তা কমিয়ে ১৪ দিনের পরিবর্তে করা হল ৭ দিন।
অন্যদিকে, দিল্লিতে আজ নতুন করে কোভিড আক্রান্ত প্রায় ১০ হাজার। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, আজ দিল্লিতে সংক্রমণের হার ১০–এর গণ্ডি ছাড়িয়ে যাবে। অর্থাৎ প্রতি ১০০ জনে ১০ জনেরও বেশি কোভিড আক্রান্ত। জৈনের হুঁশিয়ারি, গোটা দেশে তৃতীয় ঢেউ এসে গিয়েছে। আর দিল্লিতে এটা পঞ্চম ঢেউ। সোমবার দিল্লিতে সংক্রমণের হার ছিল ৬.৪৬ শতাংশ। মঙ্গলবার সংক্রমণের হার বেড়ে হয় ৮.৩ শতাংশ। আজ তা ১০ ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যেই সত্যেন্দ্র জৈনের হুঁশিয়ারি, ওমিক্রন সংক্রমণের উপসর্গ হয়তো মৃদু। তেমন কিছু হচ্ছে না। তবু সকলকে করোনা বিধি মানতেই হবে। ৪০ শতাংশ বেড করোনা রোগীদের জন্য সংরক্ষণ করা হয়েছে।
৩০০ থেকে ৪০০ নমুনা জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার বেশি আর পাঠানো সম্ভব নয়। কারণ এখন এক প্রকার নিশ্চিত যে গোটা রাজধানীতেই ছড়িয়ে গিয়েছে ওমিক্রন। এদিন দিল্লিতে ৯০ হাজার কোভিড পরীক্ষা হয়েছে। গত কাল সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫,৪৮১। সংক্রমণ রুখতে দিল্লিতে কারফিউ জারি করা হবে বলে জানা গিয়েছে