জীবন মানে দুঃখ থাকবেই। তবে মানুষ চিরকালই সুখের আশাবাদী। তাই দুঃখের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা নানা কাজ করে থাকি। এমনই কিছু উপায় জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত রয়েছে, যা সঠিক ভাবে পালন করতে পারলে উপকার পাওয়া যাবে। তাঁর মধ্যে আটা একটি উপাদান যা বিশেষ বিশেষ উপায়ে ব্যবহার করলে, মিলবে বিশেষ বিশেষ ফল। দেখে নেওয়া যাক সেগুলি কি কি।
• আটার মধ্যে সরষের তেল ও গুঁড় মিশিয়ে মণ্ড পাকিয়ে অথবা রুটি তৈরি করে যদি গরুকে খাওয়ানো হয়, তা হলে বৃহস্পতি গ্রহ তুষ্ট হয়। ফলে আর্থিক উন্নতি হয়। দূর হয় চাকরি ও ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যা।
• শনিবার কিছুটা ছোলার ডাল, ৭টি তুলসী পাতা এবং জাফরান আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করে পরিবারের সকল সদস্য যদি খান তা হলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোন সমস্যা থাকেনা। এছাড়াও পারিবারিক শান্তি বজায় থাকে এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে মিলমিশ ভাল হয়।
• প্রতিদিন সন্ধ্যা বেলা আটা দিয়ে প্রদীপ তৈরি করে তুলসীতলায় জ্বাললে ঘরের সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং বাড়িতে কোনরকম বাস্তুদোষ থাকলে তা দূর হয়।
• কাগজে রাম লিখে তা আটার সাথে মিশিয়ে মাছকে খাওয়ালে অশুভ প্রভাব কেটে উন্নতির পথ প্রশস্ত হয়। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
• শনি, রাহু বা কেতুর প্রভাব থাকলে যেকোনো সমস্যা দীর্ঘ স্থায়ী হয়। সেক্ষেত্রে আটার সঙ্গে চিনি মিশিয়ে প্রতিদিন পিঁপড়েদের খাওয়ালে খুব ভাল উপকার পাওয়া যায়।