দেশ ব্রেকিং নিউজ

মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

করোনার টিকাকরণে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। একশো কোটি মানুষকে টিকাদান সম্পন্ন হয়েছে। যা নিয়ে রীতিমত উৎসবও শুরু হয়ে গিয়েছে। টিকাদানের এই সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
১০০ কোটি মানুষকে টিকাদান উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হরিয়ানার ঝজ্জরে একটি অনুষ্ঠান উপলক্ষে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে প্রশংসায় ভরিয়ে দেন।
মে অতিমারীর কারণে সন্ত্রস্ত গোটা দুনিয়া। এই রোগের নির্দিষ্ট কোনও ওষুধ না থাকায় দ্রুত টিকাকরণে জোর দেওয়া হয়। বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রতিষেধক প্রস্তুতকারী দেশ হিসেবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে নতুন করে দিশা দেখাচ্ছে ভারত।