দেশে ক্রমে বাড়ছে করোনা। এমন পরিস্থিতি নিয়ে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ১২টা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সারাদেশে করোনার বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ার প্রস্তাব জারি হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯২৭ জন। গতকালের তুলনায় যা অনেকটাই বেশি। এর মধ্যে শুধু দিল্লিতেই আক্রান্ত ১২০০-র বেশি। আবার নতুন করে চিন্তায় ফেলছে মহারাষ্ট্রের সংক্রমণের হারও। রাজধানীতে করোনা চোখ রাঙানোয় সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে অ্যাকটিভ কেস ১৬ হাজার ২৭৯। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৬৫৪।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২৫ হাজার ৫৬৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২২৫২ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৮ কোটি ১৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ২১ লক্ষের বেশি। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, সেদিকে নজর রাখছে কেন্দ্র।
You must be logged in to post a comment.