দেশ লিড নিউজ

দু’দিনের সফরে ফের দক্ষিণ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

দু’দিনের সফরে ফের দক্ষিণ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্ধ্রপ্রদেশ ও কেরলে রয়েছে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের অন্ধ্রপ্রদেশ ও কেরল সফর ১৬ জানুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। অন্ধ্রপ্রদেশে আগামীকাল ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি।

ভারতীয় রাজস্ব পরিষেবার শুল্ক এবং অপ্রত্যক্ষ কর বিভাগের ৭৪ এবং ৭৫-তম ব্যাচের শিক্ষানবিশী আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এছাড়াও ভুটানের রয়্যাল সিভিল সার্ভিসের শিক্ষানবিশী আধিকারিকদের সঙ্গেও তাঁর আলাপচারিতায় যোগ দেওয়ার কথা।

বুধবার প্রধানমন্ত্রী কেরলের গুরুভায়ুর মন্দিরে পূজার্চনায় অংশ নেবেন। থ্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দিরেও পূজার্চনায় যোগ দেবেন তিনি। কোচি সফরকালে বন্দর, চার হাজার কোটি টাকা মূল্যের জাহাজ ও জলপথ ক্ষেত্রের তিনটি বৃহৎ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।