দেশ ব্রেকিং নিউজ

রোমে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী

জি-২০ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে রোমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, জি-২০ সম্মেলনে গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন তিনি। এছাড়াও অতিমারীর পাশাপাশি অন্যান্য একাধিক বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলন শেষ করে ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬-এ যোগ দিতে যাবেন মোদি। এ বছর পরিবেশ সম্মেলন হবে গ্লাসগোয়। এই সন্মেলনে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনায় অংশ নেবেন তিনি।

রোম সফরের প্রথম দিনে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মোদি। সেই মূহূর্তে চারিদিকে মোদির নামে সংস্কৃতে স্লোগান দিতে থাকে সকলে। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে এবং ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। জানা গেছে, পোপ ফ্রান্সিসকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানাবেন মোদি। ২ নভেম্বর পর্যন্ত সফর রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষ করে দেশে ফিরবেন তিনি।