Ministry of Human Resource Development announced that the Joint Entrance Main Exam and NEET exam will be held this year on 18th- 23rd July and 26th July.
রাজ্য লিড নিউজ

কড়া নিরাপত্তায় হতে চলেছে প্রাথমিকের টেট

আগামী ১০ ডিসেম্বর হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা। এবার পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। পুরো পরীক্ষা হবে এমসিকিউ ভিত্তিক।

প্রত্যেকটি বিষয় থেকে ৩০টি করে প্রশ্ন আসবে যার প্রত্যেকটির জন্য এক নম্বর করে থাকবে। পরীক্ষার্থীরা ভুল উত্তর দিলে কোনও নেগেটিভ মার্কিং থাকছে না। আড়াই ঘন্টার পরীক্ষা হবে যেখানে বাংলা ও ইংরেজি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। আর পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকছে। সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার ক্ষেত্রে নতুনত্ব আনা হচ্ছে বলে পর্ষদ সূত্রে খবর।

জানা গিয়েছে পরীক্ষার্থী যেখানে বসে পরীক্ষা দেবেন সেখানেই তিনি বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে পারবেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় বেশ কিছু কড়া নির্দেশিকা আগেই জারি করেছে পর্ষদ। কোনও পরীক্ষার্থী নির্ধারিত আসন বা পরীক্ষার কক্ষ পরিবর্তন করলে তাঁর প্রার্থিপদ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে।

পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পৌঁছে যেতে হবে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে। ছাপা বা হাতে লেখা কাগজ, জিওমেট্রি বক্স, পেন্সিল বক্স, ক্যালকুলেটর, স্কেল, মোবাইল, ব্লুটুথ, লগ টেবিল, ইয়ারফোন, ক্যামেরা, হাতঘড়ি, গয়না, সানগ্লাস ইত্যাদি বহু জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না।