ব্রেকিং নিউজ রাজ্য

Kolkata Metro: দাম বাড়ছে মেট্রো স্মার্ট কার্ডের

ফের দাম বাড়ল মেট্রোর স্মার্ট কার্ডের। দাম বেড়ে হল ১৫০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৩০ টাকা দাম বাড়ছে স্মার্ট কার্ডের। ফলে নিত্যযাত্রীদের কপালে এবার চিন্তার ভাঁজ পড়তে চলেছে। কারণ প্রতি মাসে মেট্রোর জন্য বরাদ্দ টাকা যাত্রীরা তুলে রাখত, তাতে কিছু বেশি টাকা এবার তাদের যোগ করতে হবে।

তবে ভাড়া বাড়লেও যাত্রীরা আরো বেশি সুযোগ পেতে চলেছেন। আগামী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। আগে ১২০ টাকায় কার্ড করতে পারতেন যাত্রীরা এখন সেটা বেড়ে হল ১৫০ টাকা। সেক্ষেত্রে আরও ৩০ টাকা বেশি দিতে হবে যাত্রীদেরকে। এর মধ্যে ৮০ টাকা কার্ডের ডিপোজিট মানি বা জমা মূল্য। যা আগেও একই ছিল। তবে বাকি যে টাকা যাত্রীদের যাতায়াতের ব্যবহারের জন্য থাকত, তার পরিমাণ বাড়ছে। এর আগে ১২০ টাকার কার্ড কিনে ৪৪ টাকার ব্যবহার মূল্য পেতেন যাত্রীরা (৪০ টাকার উপর ১০ শতাংশ অতিরিক্ত মূল্য দেওয়া হত মেট্রোর তরফে)। নতুন দামে কেনা স্মার্ট কার্ডে এই ব্যবহারমূল্য বেড়ে হচ্ছে ৭৭ টাকা। অর্থাৎ ৩০ টাকা দাম বেশি দিয়ে ৩৩ টাকার সুবিধা পাবেন মেট্রো যাত্রীরা।