দাম বাড়ল হলুদ ধাতুর। বুধবার অপরিবর্তিত থাকলেও দীর্ঘস্থায়ী হল না স্বস্তি। লক্ষ্মীবার বাজার খুলতেই ফের দাম বাড়ল সোনার। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। যদিও এদিন কিছুটা হলেও দাম কমল রুপোর। ১ কেজি রুপোর দাম কমেছে ৫০ টাকা।
বৃহস্পতিবার কলকাতায় সোনা-রুপোর দাম
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৯০
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,৩২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৯০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৯,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৭১ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৬,১৬৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৭১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৭,১০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭১,৩৫০ টাকা
কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরদিনই ৫৮ হাজার ছাড়িয়েছিল সোনার দাম। এখন তার থেকে অনেকটাই কম রয়েছে সোনার দাম। বৃহস্পতিবারে বিশ্ব বাজারে বাড়ল স্পট গোল্ডের দর। বুধবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৭৭.৫৩ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১,৮৭৯.০৩ মার্কিন ডলার।