করোনা আর লকডাউনে দুর্ভোগের মুখে এবার এল স্বস্তির খবর। দাম কমল ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের। বুধবার থেকে চার মেট্রো শহরে কার্যকর করা হয়েছে নয়া দাম। এদিকে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি (১৪.২ কেজি) ৬৫ টাকা কমে হয়েছে ৭৭৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০১.৫০ টাকা কমানো হয়েছে। দেশে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
সিলিন্ডারপিছু ৬১.৫০–৬৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। কলকাতায় দাম কমে সিলিন্ডার পিছু দাম হয়েছে ৭৭৪.৫০ টাকা। আগে এই দাম ছিল ৮৩৯.৫০ টাকা। দিল্লিতে সিলিন্ডার পিছু দাম ৮০৫.৫০ টাকা থেকে কমে ৭৪৪ টাকা হয়েছে। মুম্বইতে সিলিন্ডার পিছু দাম ৭৭৬.৫০ টাকা থেকে কমে ৭১৪.৫০ টাকা এবং চেন্নাইতে সিলিন্ডার পিছু দাম ৮২৬ টাকা থেকে কমে ৭৬১.৫০ টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল–ডিজেলের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়িয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ৭৩ টাকা ৩০ পয়সা। আর ডিজেলের দাম লিটারপ্রতি ১ টাকা বেড়ে হয়েছে ৬৫ টাকা ৬২ পয়সা। অথচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২০ মার্কিন ডলারে নেমেছে। তাহলে দাম বাড়ল কেন পেট্রোপণ্যের? উঠছে প্রশ্ন।
