ব্রেকিং নিউজ রাজ্য

৬ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম 

উত্‍সবের মরশুমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে। এই নিয়ে পরপর চারদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ৭৮ পয়সা। কলকাতায় ১০০ না হলেও লিটারে ৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ০৮ পয়সা।
পুরুলিয়ার ঝালদায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা। দার্জিলিঙে পেট্রোল লিটারে ১০৯ টাকা ৩০ পয়সা, আর ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ২৯ পয়সা।
আলিপুরদুয়ারে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৯৬ পয়সা, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ১৭ পয়সা। কোচবিহারে পেট্রোল লিটারে ১০৮ টাকা ৮৬ পয়সা, আর ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৮ পয়সা।
নদীয়ার কৃষ্ণনগরে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৮ টাকা ৯৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ১৬ পয়সা। মুর্শিদাবাদে পেট্রোল লিটারে ১০৮ টাকা ৮০ পয়সা  ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৩ পয়সা।
এমত পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কলকাতায় ডিজেল ১০০ টাকা পার করলে, ১ ঘণ্টা বন্ধ রাখা হবে পেট্রোল পাম্প।