ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়ছে আম বাঙালির। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম। বুধবার, ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা দাম বেড়ে নতুন দাম হল ১০৭৯ টাকা। যার জেরে কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। এই নিয়ে দু’মাসে ১০৩ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।
বুধবার রান্নার গ্যাসের ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও। সিলিন্ডার পিছু ১৮ টাকা করে দাম বাড়ানো হয়েছে। তবে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু সাড়ে আট টাকা করে কমানো হয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম ২ হাজার ১৩২ টাকা।
নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে এবার থেকে রান্নার গ্যাস কিনতে হবে ১০৭৯ টাকায়। ২০১৪ সালের শেষের দিকে কলকাতায় একবার রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। সে সময় রান্নার গ্যাসের ওপর ভর্তুকি থাকায় কিছুটা হলেও সুরাহা মিলেছিল গ্রাহকদের। তবে বর্তমানে লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের।