অর্থনীতি ব্রেকিং নিউজ

বেড়েছে রান্নার গ্যাসের দাম

নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে খুঁটিনাটি সব জিনিসের দাম বাড়ছেই। কিন্তু বাড়েনি মধ্যবিত্তদের আয়। এ পরিস্থিতিতে এবার এক লাফে গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা। সেই অনুযায়ী কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়ে দাঁড়াল ৬৭০ টাকা ৫০ পয়সা। এর আগেও জুলাই মাসে রান্নার গ্যাসের মূল্য বেড়েছিল ৪.৫০ টাকা।

প্রসঙ্গত, রান্নার গ্যাসের সাথে পাল্লা দিয়ে পেট্রোল ডিজেলের মূল্য বাড়ছে। কলকাতা শহরে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১৫ পয়সা ও ডিজেলের দাম ৩০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। আজকে কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪.০২ টাকা, ৭৬. ২২ টাকা। গতকাল কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ছিল ৮৩.৮৭ টাকা, ডিজেলের দাম ছিল ৭৫.৯৯ টাকা।
গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সংকটের মধ্যে পড়ল মধ্যবিত্ত।