Kitchen locked down due to poor gas supply.
কলকাতা ব্রেকিং নিউজ

দাম কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের

শেষ দফার ভোটের দিনই বড়সড় স্বস্তির বার্তা। একধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। শনিবার একধাক্কায় ১০০ টাকার কাছাকাছি কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি দাম কমল ৬৯.৫০ টাকা। জুন মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে এই নয়া মূল্য। মাসের প্রথম দিনেই গ্যাসের দাম কমায়, স্বাভাবিকভাবেই খুশি আমজনতা। এবার থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৭৮৭ টাকা। যার কারণে মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের পকেটে অনেকটাই স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।

কলকাতায় নতুন দাম হল ১,৭৮৯ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ১৯ কেজির রান্নার গ্যাস কিনতে খরচ পড়বে ১,৬৭৬ টাকা। মুম্বইতে ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১,৬২৯ টাকা। চেন্নাইতে ১,৮৪১ টাকা ৫০ পয়সা। বিশ্ববাজারে তেলের দাম কমা-বাড়ার উপরই দেশীয় জ্বালানির দাম নির্ধারিত হয়। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮২৯ টাকা।