ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে মাথায় হাত মধ্যবিত্তের। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম। গত কয়েকমাস ধরে লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এবার ২০ নভেম্বর থেকে মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে রাজ্যে ফের বাড়তে চলেছে পাউরুটির দাম। রবিবার এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশেন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তবে ২০ নভেম্বরের আগে বাড়তি দাম নেওয়া যাবেনা বলেও জানিয়েছেন তিনি। এক
জানা গিয়েছে,পাউরুটির নতুন এই দাম কার্যকর হলে ৪০০ গ্রাম পাউরুটির বর্তমান দাম ২৮ টাকা থেকে বেড়ে হতে চলেছে ৩২ টাকা। ২০০ গ্রাম পাউরুটির বর্তমানে দাম রয়েছে ১৪ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১৬ টাকা। অন্যদিকে,১০০ গ্রাম পাউরুটির দাম বাড়ছে ৭ টাকা থেকে বেড়ে হতে চলেছে ৮ টাকা।