দেশ ব্রেকিং নিউজ

একলাফে বেড়ে গেল অত্যাবশ্যকীয় ৮০০ ওষুধের দাম!

সোমবার থেকে একলাফে দাম বেড়ে গেল প্যারাসিটামল সহ অত্যাবশ্যকীয় প্রায় ৮০০ ওষুধের। সেইসঙ্গে বেশকিছু ওষুধ তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রেও আসল বড়সড় পরিবর্তন। এই হোলসেল প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করেই ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল দাম বাড়ল। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। যদিও ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী সংস্থা পাইকারি মূল্যৃসূচক বিচার করে প্রতিবছরই এই দাম বাড়ায়।

পুজোর পর থেকেই ওষুধ প্রস্তুতকারকরা দাবি করে আসছিল যাতে ওষুধের দাম বাড়ে। সেই দাবি মেনেই গত শনিবার ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ওষুধ প্রস্তুতকারকদের মূল্যবৃদ্ধির অনুমতি দিয়েছিল। ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়ার তরফে মূল্যবৃদ্ধির বিষয়ে জানানোও হয়েছে।

এনপিপিএ জানিয়েছে, জরুরি ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বেড়েছে। মূলত জ্বর, সংক্রমণ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা সহ আরও একাধিক ওষুধের দাম বৃদ্ধি পেল। ফলে প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, হাইড্রোক্লোরাইড ও মেট্রোনিডাজলের মতো ওষুধের দাম বাড়ছে।