আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় দিন! কান পাতলেই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। শুধু তাই নয়, গুলির আওয়াজও শোনা যাচ্ছে। এই অবস্থায় দুটি রাশিয়ান ট্রান্সপোর্ট বিমান গুলি করে নামানোর দাবি ইউক্রেনের।জানা যাচ্ছে, কিভের কাছে এই ঘটনা ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের আশঙ্কা, সকাল হলেই নতুন রাজধানী কিভ দখলের ছক শুরু করে দেবে রাশিয়া।
ইউক্রেন সেনার তরফে জানান হয়েছে, ভয়ঙ্কর এই যুদ্ধে এখনও পর্যন্ত এক হাজার সেনা-জওয়ানের মৃত্যু হয়েছে। ইউক্রেনের তরফে আরও জানানো হয়েছে যে এখনও পর্যন্ত অন্তত ৮০টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। ৫১৬টিরও বেশি সেনা গাড়ি ধ্বংস করা হয়েছে।
এছাড়াও সাতটি হেলিকপ্টার, ১০টি এয়ারক্রাফট এবং ২০টিরও বেশি ক্রুশ মিসাইল ধংস করা হয়েছে বলেও ইউক্রেন সেনার তরফে দাবি করা হয়েছে। যদিও রাশিয়ার মিলিটারির তরফে দাবি করা হয়েছে, ইউক্রেনের ২১১টি মিনিটারি পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। রাশিয়ার তরফে ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যদিও রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ২৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। শতাধিকেরও বেশি মানুষ গুরুতর আহত। যদিও এখনও পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির ছবিটা কি সে বিষয়ে কোনও সরকারি তথ্যই সামনে আসেনি।
রাশিয়ার কাছে কোনও ভাবেই মাথা নোয়াবে না ইউক্রেন। সেদিকে তাকিয়ে সে দেশের সাধারণ মানুষ থেকে স্বেচ্ছাসেবক সহ এমন ১৮ হাজার মানুষের হাতে আগেয়াস্ত্র তুলে দিয়েছে ইউক্রেন সরকার। শুধু তাই নয়, শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করারও নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট। সেই মতো রাজধানীর বিভিন্ন অংশে সেনা ঘাঁটিও তৈরি করা হয়েছে।