করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। জানা গেছে, তিনি ভ্যাকসিনের দুটো ডোজ নিয়েছিলেন। এরপরও তাঁর শরীরে হানা দিয়েছে মারণ ভাইরাস।
শরীরের সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করান রামাফোসা। এরপর তাঁর রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা পজিটিভ। হোম আইসোলেশন এ রয়েছেন তিনি।
জানা গিয়েছে, বর্তমানে কেপ টাউনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা। তাঁর অবর্তমানে সমস্ত কাজকর্ম দেখভালের দায়িত্ব নিয়েছেন ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা।
দক্ষিণ আফ্রিকা থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। যদিও রামফোসার শরীরে এই ভ্যারিয়েন্টটি রয়েছে কি না তা এখনো জানা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে করোনা ভাইরাস এর নতুন প্রজাতি ওমিক্রন বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে আক্রান্তদের মধ্যে মৃত্যুর কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে গোটা বিশ্বে নতুন করে আবার আতঙ্ক শুরু করেছে ওমিক্রন। সূত্রের খবর বলছে, দক্ষিণ আফ্রিকায় এখনো পর্যন্ত ৩০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সম্প্রতি ভারতের একাধিক রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ। আমেরিকা ও অস্ট্রেলিয়ায় হানা দিয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রন কতটা সংক্রামক, কতটা ঘাতক এবং এর বিরুদ্ধে ওষুধ বা ভ্যাকসিন কতটা কার্যকর, এসব প্রশ্নের উত্তর পেতে বেশ কিছুটা সময় লাগবে। তাই আপাতত এই সংক্রমণ রুখতে সব রকম সতর্কতা গ্রহণ প্রয়োজনীয়।