দেশ লিড নিউজ

কলকাতা সফরে আসছেন রাষ্ট্রপতি

একদিনের কলকাতা সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৭ আগস্ট, বৃহস্পতিবার তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। জানা গিয়েছে, গার্ডেনরিচ শিপবিল্ডার্সের একটি অনুষ্ঠানে যোগ দিতেই রাষ্ট্রপতি কলকাতায় আসছেন তিনি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার দ্বিতীয়বারের জন্য কলকাতা আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সূত্রের খবর, আগামী ১৭ আগস্ট সকাল সাড়ে ১১ টা নাগাদ কলকাতা এয়ারপোর্টে নামবেন তিনি। সেখান থেকে সোজা চলে যাবেন গার্ডেনরিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। কার্যত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবেই উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। ওই অনুষ্ঠানের পর জিআরএসই-র একটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তিনি। দুপুর ১টা ৪০ থেকে ৩ টে পর্যন্ত ওই অনুষ্ঠানে থাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর বিকেলে দিল্লি ফেরত যাবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ মার্চ ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের জন্য দুদিনের কলকাতা সফরে এসেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।