এ বছরের শেষে ফের প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে যোগ দিতে ডিসেম্বরের শুরুতেই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এবার জি-২০’র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। প্রধানমন্ত্রী সে বিষয়ে সবিস্তারে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ৫ ডিসেম্বর বৈঠকে ডেকেছেন। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন।
রাজ্যের পাওনা মেটানোর দাবিতে কেন্দ্রের সঙ্গে প্রবল সংঘাত চলছে রাজ্যের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগেই ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে ফেলার আরজি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের একবছর কেটে গেলেও একটি টাকাও দিল্লি ছাড়েনি ওই প্রকল্প বাবদ। ক’দিন আগেও এসব নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে গ্রাম সড়ক যোজনার টাকা মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার। ওই প্রকল্পের ৫৮৪ কোটি টাকা পাবে রাজ্য।
এই পরিস্থিতিতে এবার দিল্লি থেকে মুখ্যমন্ত্রীকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল। তবে এবারের বিষয়টি যেহেতু আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে, সেজন্যই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠকে যাবেন। সর্বশেষ দিল্লি সফরে এই কর্মসূচি পালন করার জন্য প্রধানমন্ত্রীকে আগাম শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকের মাঝে আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানাতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের বকেয়া আদায়ের জন্য জোরদার দাবি তুলতে পারেন মমতা।
এদিকে, নভেম্বরের শেষে সুন্দরবন সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ২৯ তারিখ গোসাবার কাছারি ময়দানে সভা করবেন। সজনেখালি বন বাংলোয় রাত্রিযাপনের পর ৩০ তারিখ সুন্দরবনের বাঁধগুলি পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে চূড়ান্ত কর্মসূচি ঠিক হয়নি এখনও।