ব্রেকিং নিউজ রাজ্য

বস্তাবন্দি বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ

শনিবার রাত ন’টা নাগাদ চুঁচুড়া প্রিয়নগর এলাকায় জিটি রোডের ধারে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে তারা মনে করেন, বস্তায় ভরে কিছু ফেলে দিয়ে গেছে কেউ। কিন্তু বস্তা নড়াচড়া করতেই তাদের সন্দেহ হয়। বস্তা টান মারতেই দেখা যায় সাদা চুলের এক বৃদ্ধাকে।প্রাথমিক ভাবে ভয় পেয়ে যান উপস্থিতরা। বস্তার ভিতর মানুষ!

চুঁচুড়া থানাতেই কর্মরত মহিলা পুলিশ কর্মী রাখী ঘোষের ছেলে প্রদীপ্ত সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। দৃশ্য দেখে তিনি তার মাকে ফোন করেন। অশীতিপর বৃদ্ধাকে শুকনো খাবার কিনে দেন প্রদীপ্ত। তার মা রাখী ঘোষ তখন থানাতেই ডিউটিতে ছিলেন। জানা গেছে, ছেলের ফোন পেয়ে পুরো ঘটনা বড় ওসিকে জানান তিনি। এরপর ওসি তাকে গাড়ি নিয়ে দ্রুত সেখানে পৌঁছাতে নির্দেশ দেন।

একজন অফিসার নিয়ে ওই মহিলা পুলিশ কর্মী ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বৃদ্ধা বস্তায় পা ঢুকিয়ে বসে আছে। ততক্ষনে উৎসাহী জনতার ভিড় জমে গেছে বৃদ্ধাকে ঘিরে। বৃদ্ধাকে পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে হিন্দি ভাষী ওই বৃদ্ধা জানান, তার বাড়ি অশোক নগরে। নাম অন্নু কুমারী। ট্রেনে করে তাকে নিয়ে আসা হয়। কিন্তু চুঁচুড়ার প্রিয় নগরে কি করে এলেন তা বলতে পারেননি। কে নিয়ে এলো সে বিষয়ে কিছু জানাতে পারেননি। বাড়িতে কেউ আছে কিনা জিজ্ঞাসা করায় কিছুটা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। শেষমেশ পুলিশ তাকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে বৃদ্ধার বাড়ি ও পরিজনদের খোঁজ শুরু করেছে পুলিশ।

প্রশ্ন হল, একবিংশ শতাব্দীর এই সময়ে দাঁড়িয়েও বস্তায় করে মানুষকে ফেলে যাওয়ার মত পাশবিক মানসিকতা! ঘটনা জানার পর স্বভাবতই শিউরে উঠছেন সকলে।