মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হাওড়া এবং কলকাতার বিভিন্ন প্রান্তে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, মারধর এবং অপ্রয়োজনীয় গ্রেফতারির অভিযোগ তোলে বিজেপি।
মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত হন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে হাত ভেঙে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এবার নবান্ন অভিযানে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে নিগ্রহের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ।
গতকাল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল বিজেপিকর্মীদের বিরুদ্ধে। মহাত্মা গাঁধী রোডের কাছে তাঁকে ঘিরে ধরে হামলা চালায় বিজেপি কর্মীরা। বিজেপির নবান্ন অভিযানের ঘটনায় অন্তত ৩০ জন পুলিশ গুরুতর আহত হয়েছেন। এবার এই ঘটনায় অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ‘খুনের চেষ্টা’র মামলা রুজু করল কলকাতা পুলিশ।
অন্যদিকে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সেখান থেকে চিহ্নিত করে মঙ্গলবার রাতে বেলেঘাটা, শিয়ালদা ও বাইপাসের ধারে রাতভর তল্লাশি চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধর ও পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় সরাসরি যুক্ত বলে দাবি পুলিশের।