আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

১৩৩ জনকে নিয়ে ভেঙ্গে পরল বিমান

ভয়াবহ দুর্ঘটনা চিনে। যাত্রী এবং বিমানকর্মী সহ মোট ১৩৩ জনকে নিয়ে চিনে ভেঙে পড়ল একটি বোয়িং ৭৩৭ বিমান। জানা গেছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি কুনমিং থেকে গুয়াংঝৌউতে যাওয়ার সময় গুয়াংসি অঞ্চলে পাহাড়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে৷

এমইউ ৫৭৩৫ নম্বরের বিমানটি কুনমিং শহর থেকে বেলা একটা নাগাদ রওনা দিলেও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও সেটি গুয়াংঝৌউতে পৌঁছয়নি৷

মুহূর্তের মধ্যেই বিমানটি ভেঙে পড়ার সময়কার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পর পরই পাহাড়ি ওই বনাঞ্চলে আগুন ধরে যায়৷ আগুনের দিন এতটাই ছিল তা মুহূর্তে দাবানলের আকার ধারণ করে। দুর্গম এলাকায় বিমান ভেঙে পড়ার পর আগুনের ফলে আশঙ্কা করা হচ্ছে যাত্রী এবং বিমানকর্মীদের জীবন হানি হতে পারে।

যদিও এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে বিমান যাত্রী এবং কর্মীদের কী অবস্থা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে৷ দক্ষিণ চিনের টেং কাউন্টি এলাকায় বিমানটি ভেঙে পড়ে বলে চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর।

বিমানের গতিবিধির উপরে নজর রাখা ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪-এও দেখা গিয়েছে, হঠাৎ করেই বিমানটির উচ্চতা এবং গতি কমতে থাকে৷ যার জেরে বোয়িং বিমানটি ওয়েবসাইটের নজরদারি ব্যবস্থা থেকে হারিয়ে যায়৷