আবহাওয়া লিড নিউজ

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা আদতে কবে ঢুকতে পারে তা নিশ্চিতভাবে বলতে পারছে না আবহাওয়া দফতর। তবে আবহবিদদের অনুমান, আগামী ১০ তারিখের পর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। তার আগে মূলত দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও বিশেষ পরিবর্তন হবে না।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে হালকা ঝড় হতে পারে। এছাড়া মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার কলকাতার একাধিক জায়গায় বিকেলের পর বৃষ্টি হতে পারে। এছাড়া বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানের মতো জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গরম থেকে এখনই খুব একটা স্বস্তি মিলবে না রাজ্যবাসীর।