আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

ফের ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী

রেমাল-এর প্রভাব কাটতেই ফের ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। আগামী কয়েকদিনে তাপমাত্রা অনেকটা বাড়বে বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস ও দিয়েছে হাওয়া অফিস৷

জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে বলে মনে করছেন আবহবিদরা। মে মাসের শেষ দিনেও বৃষ্টির হতে পারে বলে জানানো হয়েছে৷।

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা৷ অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ঝোড়ো হাওয়ার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।