জেলা ব্রেকিং নিউজ

ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। অতিরিক্ত গতিতে থাকা দু’টি বাসের রেষারেষির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের উপর। ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী জখম হয়েছেন বলে খবর।

বুধবার সকালে আন্দুল- নিউটাউন রুটের বাসটি পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজ দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় পাশ দিয়ে অপর একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। আন্দুল-নিউটাউন রুটের বাসটি গতি বাড়িয়ে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে।

যাত্রীরা বাসের ভিতরেই ছিটকে পড়েন। ফলে চোট পান প্রায় সকল বাস যাত্রী। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে ট্রাফিক পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য বাসের যাত্রীরাও উদ্ধার কাজে হাত লাগান। তাঁদের তত্‍পরতায় ওই বাসের যাত্রীদের উদ্ধার করে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্‍সা্র পর জানা গিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ। তবে বাসের কন্ডাক্টর পলাতক।

তবে, পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের উপর অফিস টাইমে এই দুর্ঘটনার জেরে নাজেহাল হতে হয় নিত্য যাত্রীদের। পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজে তীব্র যানজট তৈরি হয়। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।