ব্রেকিং নিউজ রাজ্য

বিচারের আশায় ফেসবুক পেজ খুললেন আরজিকরের নির্যাতিতার বাবা মা

প্রায় ৪ মাস অতিক্রান্ত। এখনও মেলেনি আরজি কর কাণ্ডের বিচার!তাই অবশেষে বিচার চেয়ে ফেসবুকে পেজ খুললেন নির্যাতিতা চিকিৎসকের মা ও বাবা। ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আরজি কর ভিক্টিম’ নামে একটি পেজ খুলেছেন তাঁরা। ওই পেজের শুরুতেই নির্যাতিতার মা বাবা জানিয়েছেন, বিচার চাইতে, নিজেদের যন্ত্রণার কথা জানাতে, আর যেন এরকম ঘটনা না ঘটে, সেজন্যই তাঁরা সোশ্যাল মাধ্যমে এই পেজ খুলেছেন।

সেই পেজ থেকে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেন তাঁরা।তাঁরা বলেন, “চার মাস হয়ে গেল! এখন মেয়েটার বিচার পেলাম না। সেই রাতে ঠিক কী ঘটেছিল, কারা কারা জড়িত ছিল, আজও সে সব জানতে পারলাম না। আমরা চায়, আমাদের মেয়ের প্রকৃত খুনীরা সাজা পাক, যাতে এৎকম নৃশংস ঘটনা আর না ঘটে।”