রাজ্য লিড নিউজ

উপচে পড়া ভিড় মন্দিরে মন্দিরে

আজ পয়লা বৈশাখ । বাংলা ক্যালেন্ডারে প্রথম দিন। আজকের দিন বাঙালির কাছে উৎসব স্বরূপ। এদিন নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল কালীঘাট মন্দিরে মায়ের আরাধনা ও হালখাতার ভিড় দেখা যায়। করোনার কারণে যদিও গত দুই বছর ধরে এই ভিড় ছিল না বললেই চলে। এ বছরে করোনা বিধি-নিষেধ উঠে যাওয়ায় পুজো দিলেন সব ভক্তরা। একই সঙ্গে ব্যবসায়িক শ্রীবৃদ্ধির জন্য লক্ষ্মী গণেশের পুজো করালেন অনেকেই।

সকাল থেকেই কালীঘাট মন্দির চত্বরে উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষের। পাশাপাশি কালীঘাট মন্দির কমিটির বক্তব্য, তারা সমস্ত কোভিড গাইডলাইন মেনে ভক্তদের মন্দিরে প্রবেশ করাচ্ছেন। আজকের দিনে তারা মোটামুটি ১০ লক্ষ ভক্তদের সমাগম আশা করছেন বলে জানান। আজ সারাদিন ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে বলে জানান মন্দির কমিটি।

পাশাপাশি ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় খাতা পুজোর জন্য দক্ষিণেশ্বর মন্দিরেও দর্শনার্থীদের ভিড়। আজ পয়লা বৈশাখ নববর্ষে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। পরিবারের মঙ্গল কামনায় কেউ পুজো দিচ্ছেন, কেউ আবার ব্যবসার উন্নতির জন্য মায়ের পায়ে খাতা ছুঁইয়ে ব্যবসা শুরু করতে চান।

অন্যদিকে তারাপীঠে ও দর্শনার্থীদের ভীড় উপচে পড়ছে। বছরের প্রথম দিনে মা তারার পায়ে হালখাতা ঠেকিয়ে মায়ের আশীর্বাদ নিয়েই দোকানে পুজো করেন স্থানীয় বাসিন্দারা। দুবছর কোভিডের কারণে স্থানীয় ব্যাবসায়ীরা তারাপীঠে পূজো দিতে পারেন নি। তাই এবার ভীড় একটু বেশি। শুধু স্থানীয়রা নয় মায়ের আশীর্বাদ নিতে হাজির হয়েছেন হাজার হাজার ভক্ত।