ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে আরও বাড়বে শীতের প্রকোপ

রাজ্যজুড়ে শীতের দাপট শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন আজ, বৃহস্পতিবার। আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ছিল। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৭ ডিসেম্বর ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমেছিল।

আবহাওয়া দফতর সূত্রে খবর, জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। চলবে রবিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত কনকনে ঠান্ডা পড়বে জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দু’এক জেলায় ঘন কুয়াশা হতে পারে। আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে। যদিও দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রির কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রির কাছাকাছি। তবে আগামী তিন দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আরও ২ ডিগ্রির কমতে পারে। অর্থাৎ কমে ১২ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে ৩ থেকে ৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৮ তারিখের পর থেকে আবার সামান্য একটু একটু করে দিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে রাতে তাপমাত্রা ২ – ৩ ডিগ্রি কমতে পারে। আগামী ২ বা ৩ দিনে উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশা থাকবে সকালের দিকে। কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও।